চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট মরহুম আশেক আলী খানের প্রতিষ্ঠিত আশেক আলী খান স্কুল এন্ড কলেজ এইচএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করছে। কচুয়া উপজেলার গুলবাহারে মনোরম পরিবেশে অবস্থিত আশেক আলী খান স্কুল এন্ড কলেজ । আশেক আলী খান স্কুল এন্ড কলেজ থেকে ২শত৮১জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ৮১জন জিপিএ-৫সহ ২শত৭৮জন কৃতকার্য হয়ে উপজেলায় দ্বিতীয় স্থানে রয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: মিজানুর রহমান জানান আমাদের ৩জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন না করার কারনে পাশের হার ৯৯% । প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি সিতারা আলমগীর ও ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি মহোদয়ের অনুপ্রেরনায় আমাদের সাফল্য অর্জন সম্ভব হয়েছে। তাছাড়া করোনাকালীন সময়ে অনলাইন পাঠদান কার্যক্রম, শিক্ষক শিক্ষার্থীদের প্রচেষ্টায় এ ফলাফল অর্জিত হয়েছে।ফলাফল ঘোষনার পর উর্ত্তীন শিক্ষার্থীদের উল্লাসে পুরো ক্যাম্পাস আনন্দে মুখরিত হয়।
ছবি: আশেক আলী খান স্কুল এন্ড কলেজের উল্লসিত শিক্ষার্থীদের একাংশ।
Leave a Reply