‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজ সেবায়, এ শ্লোগানে কচুয়ায় ভিক্ষুকদের মাঝে গরু-ছাগল,মুদি দোকান ও মিশুক গাড়ি বিতরণ করা হয়েছে।
৮ফেব্রুয়ারি বুধবার সমাজ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ভিক্ষাবৃত্তি নিরাসনে কচুয়া উপজেলার ১১ টি পরিবারের মাঝে ভিক্ষুকদের কর্মসংস্থানের লক্ষে ৫ টি গরু,৬ টি ছাগল,৩ মুদি দোকান ও একটি মিশুক গাড়ি বিতরণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এসময় উপস্থিত ছিলেন,কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়মী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির,নির্বাহী অফিসার নাজমুল হাসান,কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,সহকারি কমিশনার ভুমি ইবনে আল জায়েদ হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাহিদ ইসলাম প্রমূখ।
ছবিঃ/০২ কচুয়া ভিক্ষুকদের কর্মসংস্থান করা লক্ষে মাঝে গরু-ছাগল বিতরণ করছেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply