কচুয়া পৌরসভার পুরাতন ঈগল বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে মাসব্যাপী শিল্প ও পন্য মেলার উদ্বোধন ১ ফেব্রুয়ারি বুধবার।কচুয়া প্রেসক্লাবের আয়োজনে মেলায় শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা,ম্যাজিক নৌকা,ডরিমন,জাম্পিং সিলভার ,ভ’তের বাড়ি রয়েছে। মেলায় বিভিন্ন শিল্পের প্রায় ৫০ টি স্টল থাকছে। বিভিন্ন পন্যের হরেক রকমের স্টলের মধ্যে সুলভ মূল্যে থ্রিপিস,টুপিস,ওয়ান পিস,এমিটেশন জুয়েলারী ,বাচ্ছাদের ড্রেস ,শার্ট ,প্যান্ট ,ব্লেজার ,ক্রোকারিস প্রসাধনী সামগ্রী রয়েছে। তাছাড়া খাবারের জন্যে ঢাকার দৈ,ফুসকা লেকেরপাড় দই ফুসকা এন্ড কাবাব ঘর,চটপটি রয়েছে। উপজেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মানিক মজুমদার সোহাগ মেলার স্টল পরিদর্শনে এসে জানান পৌরবাসীর বিনোদনের জন্যে আধুুনিকতার ছোঁয়ায় হরেক রকমের পন্য ও বিনোদনের ব্যবস্থাসহ শিল্প ও পন্য মেলার আয়োজন কচুয়াবাসীর সাংস্কৃতির বিকাশ ঘটাবে। কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার জানান এ মেলার আয়োজন করায় মানুষের নাগরিক জীবনের নিত্য প্রয়োজনীয় পন্য ক্রয় করার পাশাপশি বিনোদনের সুবিধা উপভোগ করবে। কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার বলেন শিল্প ও শিল্প মেলায় কোন প্রকার জুয়া থাকছেনা। পেসক্লাবের সাবেক সভাপতি পিয়তুষ পোদ্দার জানান সবাই উপভোগ করার মত বিনোদনের এ মেলায় মেলায় মা-বোন সবাই তাদের পছন্দের পন্য সুলভ মূল্যে ক্রয় করতে পারবে। তাছাড়া পুরা মেলা এলাকাটি সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে । মেলার আয়েজকদের পক্ষ থেকে জানান হয়েছে ১ ফেব্রুয়ারি বুধবার সকাল ১১ টায় সাবেক স্বরাস্ট্র মন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি মেলার উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
Leave a Reply