বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক,সাবেক সংসদ সদস্য ও কর্মসংস্থান ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ্যাডভোকেট আব্দুল আউয়াল খন্দকার এর ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে কচুয়ায় এ্যাডভোকেট আব্দুল আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
২৬ জানুয়ারি বৃহস্পতিবার কচুয়া পৌরসভার মরহুমের প্রতিষ্ঠিত হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে মরহুমের স্মৃতিচারন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন এ্যাডভোকেট আব্দুল আউয়াল খন্দকারের কন্যা ঢাকা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবি জান্নাতুল ফেরদৌস।
ফাউন্ডেশনের সভাপতি কাজী জহিরুল আলম টগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,সাবেক সাধারন সম্পাদক শহিদ উল্যাহ মজুমদার,পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ইউপি চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান আরিফ,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর জাব্বার বাহার,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার ও সনতোষ চন্দ্র সেন,হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ইলিয়াছ মিয়া, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহ জালাল প্রধান,কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন বাটা,আওয়ামী লীগ নেতা আফজল মুন্সি ও আহসান হাবিব প্রাঞ্জল, কচুয়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর,সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.কামাল হোসেন খন্দকার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমীগর তালুকদার,সাবেক সভাপতি আবুল হোসেন,ফাউন্ডেশনের সদস্য জাফরুল হাসান খোকন ও বিজন কুমার সরকার। আলোচনা শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে বৃত্তির,নগদ অর্থ,সনদ ও শিক্ষা উপকরন বিতরণ করেন অতিথি বৃন্দ।
ছবিঃ কচুয়ায় এ্যাডভোকেট আব্দুল আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করছেন অতিথি বৃন্দ ।
Leave a Reply