ঐতিহ্যবাহী শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে চাঁদপুর জেলা ব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।২৪জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার বালিয়াতলী হাজী আব্দুল জলিল হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চাঁদপুর জেলাধীন ৫৩টি হাফিজিয়া মাদ্রাসার প্রায় ৩শতাধিক ছাত্র অংশ গ্রহন করে।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, শায়খ আব্দুল হক ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও উপমহাদেশের প্রখ্যাত হাফেজে কুরআন উস্তাযুল হুফ্ফাজ শায়খ আব্দুল হক ও মারকাজুত তাহফিজ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান শায়খ নেছার আহমাদ আন নাছিরী।
প্রতিযোগিতা শেষে বালিয়াতলী হাজী আব্দুল জলিল হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুল জলিলের সভাপতিত্বে ও মাদ্রাসার পরিচালক হাফেজ ক্বারী মোহাম্মদ শরিফুল ইসলামের সঞ্চালনায় পুরষ্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কচুয়া জামেয়া আহমাদিয়া মাদ্রাসার মুহতামিম পীরে কামেল মাওলানা আবু হানিফ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস আল্লামা নুরুজ্জামান। আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply