কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আইনগিরি উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পর্তি ৭ জানুয়ারী শনিবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে। বিদ্যালয় ভবনসহ আশ পাশ শিল্পির তুলির আছরে বিখ্যাত ব্যাক্তিদের বানী বিভিন্ন দেওয়ালে শোভা পচ্ছে। কর্মসূচির প্রথম ধাপে ২৪ ডিসেম্বর শনিবার বেলুন উড়িয়ে বিভিন্ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিবান্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে। নিবান্ধন করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান অথবা উদযাপন কমিটির আহবায়কের ০১৮১৮-৫৩৩৮৭১/০১৮১১১৬৩০০১ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য আহবান করা হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বেসিক এইডএন্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আব্দুল কাদের জানান,৫০ বছর পূর্তি উপলক্ষে কৃতি শিক্ষার্থী ও প্রাক্তন খ্যাতিমান শিক্ষার্থীদের,২০২২ সালের এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা প্রদান করা হবে। প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান জানান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। উদ্বোধন করবেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মো: শাহজাহান শিশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনবি আরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো: গোলাম হোসেন ,কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: জামাল নাছের, দেশবরেন্য শিক্ষাবিদগন অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানকে সফল করতে বিদ্যালয়ের শিক্ষক ,শিক্ষার্থী,অভিভাবক, এলাকাবাসী ও পরিচালনা পর্ষদের সদস্যসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করছেন।
Leave a Reply