আবুল হোসেন॥
কচুয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনাকালীন সময় শিখন ঘাটতি পূরণকল্পে করনীয় শীর্ষক কর্মকৌশল নির্ধারণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ মিলনায়তনে উপজেলার প্রাথমিক বিদ্যালয় সমূহের প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রেজ্জাক সিদ্দিকী। এসময় তিনি করোনাকালীন সময়ে শিখন ঘাটতি পূরণ কল্পে শিক্ষকদের দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
উপজেলা শিক্ষা অফিসার এ.এইচ.এম শাহরিয়ার রসুল এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- ইউআরসির ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন, সহকারি শিক্ষা অফিসার সুবাশ চন্দ্র সরকার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকতার, প্রধান শিক্ষক মোতাহের হোসেন, আব্দুল আউয়াল, রোকসানা রহমান, মাহবুবা আক্তার, সহকারি প্রধান শিক্ষক আব্দুল কাদের, বাহাউদ্দিন, তানিয়া সুলতানা ও আসমা আক্তার প্রমুখ।
Leave a Reply