সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন তথ্য প্রযুক্তি ভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে তরুনরা উন্নত বাংলাদেশ গড়বে। প্রতিযোগীতামূলক বিশ্বে টিকে থাকতে হলে তথ্য প্রযুক্তি ভিত্তিক জ্ঞান অর্জনের বিকল্প নেই । তিনি ২৭ সেপ্টেম্বর কচুয়া উপজেলার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমির হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মাহবুব আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুন নাহার ভুইয়া, কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন,বিদ্যালযের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস,পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভুইয়া,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান প্রমূখ।
ছবি: কচুয়ার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
Leave a Reply