কচুয়া উপজেলার বুরগী উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।১৮ সেপ্টেম্বর রবিবার নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধণ করেন প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এসময় তিনি বলেন, নারীরা অর্ধাঙ্গীনী হিসেবে স্বীকৃত। তাই নারী সমাজকে কোন বেড়াজালে আটকে রেখে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি না। মেধাবী শিক্ষার্থীরা যাতে তাদের লক্ষে পৌছে সমাজে যথাযথ অবদান রাখতে পারে সেজন্য আমরা সম্মিলিতভাবে কাজ করে যাব। মেধাবী শিক্ষার্থী কোন সুযোগ পেলে অর্থাভাবে সে সুযোগ গ্রহণ করতে অপরাগ হলে সেক্ষেত্রে ওই সব মেধাবী শিক্ষার্থীদের সুযোগ গ্রহণ করতে সকল ধরনের সহযোগীতা করা হবে। আমাদের শিক্ষাদান পদ্ধতির মান উন্নত করতে হবে। শিক্ষা দান পদ্ধতির মান উন্নত না হলে বর্তমানে আধুনিক বিশে^ প্রতিযোগীতায় আমরা টিকে থাকতে পারবো না। বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়নের লক্ষে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
ছবি: কচুয়া উপজেলার বুরগী উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী করছেন প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিসহ অতিথিবৃন্দ।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আল মাসুদ গাজীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফারজানা সুলতানার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মো. গোলাম হোসেন, সাবেক যুগ্ম সচিব মো: রফিকুল ইসলাম, কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম প্রমূখ। আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ছবি: কচুয়া উপজেলার বুরগী উচ্চ বিদ্যালয়ে নব-নির্মিত চারতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিসহ অতিথিবৃন্দ।
Leave a Reply