৫ দফা দাবীতে কচুযায় ত্রান ত্রান,পুনবার্সন ও প্রকল্প বাস্তবায়ন বিভাগের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগন দ্বিতীয় দিনের মত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দাবী আদায়ের লক্ষে সকল কর্মকর্তা কর্মচারী সকাল ৮-১২টা পর্যন্ত অফিস প্রাঙ্গনে বসে থেকে কর্মবিরতি পালন করেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আশেকুর রহমান জানান দাবী আদায়ের লক্ষে বুধবার ও অনুরুপ কর্মসূচি পালন করা হবে। দাবিগুলো হচ্ছে- দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো নিয়োগ বিধি বাস্তবায়ন । জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন। সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ-নাম পরিবর্তন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্য পদে পদোন্নতি/চলতি দায়িত্ব /নিয়োগের মাধ্যমে পূরণ। এ সময় অবিলম্বে এ দাবিবাস্তবায়নের মাধ্যমে ত্রাণ ও পুনর্বাসন বিভাগে কর্মতৎপরতা ফিরিয়ে আনার দাবি করা হয়।
ছবি: কচুয়ায় ৫ দাফা দাবী আদায়ের লক্ষে ত্রান ত্রান,পুনবার্সন ও প্রকল্প বাস্তবায়ন বিভাগের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি।
Leave a Reply