কচুয়া উপজেলার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চার তলা ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের শুভ উদ্বোধন করা হয়েছে। ১১ সেপ্টেম্বর রবিবার দুপুরে বিদ্যালয়ের নতুন চারতলা ভবন ও ল্যাবের শুভ উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ফারহানা পারভীন আক্তারের সভাপতিত্বে ও সাংবাদিক আফাজ উদ্দিন মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া উপজেলা সহকারী কমিশনার ভুমি ইবনে আল জায়েদ হোসেন,পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভুইয়া, ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম সওদাগর, কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব জাবের মিয়া , মহিলা আওয়ামী লীগের আহবায়ক সালমা সহিদ, শ্রীরামপুর আলিম মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি নাছির উদ্দিন প্রধান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু বকর মিয়াজি,বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার,গাজীপুর সিটি মেডিকেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: রিফায়েত উল্যাহ শরীফ,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছল খান,উপজলো ছাত্র লীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজসহ আরো অনেকে । আলোচন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিবৃন্দ।
ছবি: কচুয়ার শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply