কচুয়া উপজেলার তেতৈয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার গুনগত মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর রোববার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপার মাওলানা আবুল বাসারের সভাপ্রধানে ও সহ-সুপার মাওলানা আবু সুফিয়ানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদ্রাসার সভাপতি ও কচুয়া উত্তর ইউপি চেয়ারম্যান আখতার হোসাইন।এ সময় তিনি বলেন শিক্ষার্থীদের জন্য মায়েরা বড় শিক্ষক হিসেবে ভুমিকা রাখতে পারে।মায়েরা ছেলে মেয়েদের প্রতি যতœবান হলে শিক্ষার্থীগন বিপথগামী হবেনা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম মজুমদার, সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন, মাদ্রাসার সাবেক সহকারি শিক্ষক ফজলুল হক, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল মান্নান, সমাজসেবক মো. মনির হোসেন,আবু হানিফসহ আরো অনেকে।আলোচনা শেষে মাদ্রাসার সভাপতির পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।
ছবি: কচুয়ার তেতৈয়া মাদ্রাসায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।
Leave a Reply