মা ও শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য কচুয়ায় ২ প্রতিষ্ঠান ও ৪জনকে সম্মাননা প্রদান করা হয়েছে।২১ জুলাই বৃহস্পতিবার বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে র্যালি ও আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র পালাখাল,শ্রেষ্ঠ ইউনিয়ন গোহট দক্ষিন ইউনিয়ন পরিষদ এবং শ্রেষ্ঠ উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মো: নাছিম আহমেদ,শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমীর চন্দ্র রায়, শ্রেষ্ঠ পরিবার কল্যান পরিদর্শিকা নাছিমা আক্তার, শ্রেষ্ঠ পরিবার কল্যান সহকারি নিয়তি রানী শীলকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
ছবি: কচুয়ায় মা ও শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট গ্রহন করছেন শ্রেষ্ঠ উপসহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা: মো: নাছিম আহমেদ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্যাহ, সহকারি কমিশনার(ভ’মি) মো: ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবদুল মবিন, ডেপুটি কমান্ডার মো: জাবের মিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মফিজুর রহমান প্রমূখ। দিবসিিট উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্তরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় । এ সময় উপজেলা প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবগ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
ছবি: কচুয়ায় মা ও শিশু স্বাস্থ্য সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট গ্রহন করছেন শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমীর চন্দ্র রায়,
Leave a Reply