সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, শিক্ষার সকল প্রকার উপকরণ শেখ হাসিনা সরকার প্রদান করছে। তাই শিক্ষার মানোন্নোয়ন করতে হবে। বিদ্যালয় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হলে প্রমান হবে যে শেখ হাসিনার উদ্দেশ্যে বাস্তবায়নে শিক্ষকরা আন্তরিক। আমরা সকলে মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার জন্য । সোনার বাংলা গড়ে উঠলে এ দেশের নাগরিকরা আর পিছিয়ে থাকবেনা। বেকারত্ব দুর হবে,দুর হবে নিরক্ষতা, জীবন মানের উন্নতি ঘটবে।
তিনি মঙ্গলবার কচুয়া উপজেলার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় ও তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষ্যে উভয় প্রতিষ্ঠান কতৃক পৃথক পৃথক ভাবে আয়োজিত ছাত্র অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সমাবেশ গুলোতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামরুন নাহার ভূইয়া, সাবেক ভাইস চেয়ারম্যান সালমা শহীদ, ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জহির রায়হান, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির হোসেন মজুমদার ও সাবেক সভাপতি হারুনুর রশিদ পাটওয়ারী, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লা, তেগুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটওয়ারী, সহকারী প্রধান শিক্ষক আলাউদ্দীন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোফাচ্ছেল খান, বিতারা ইউনিয়ন যুব লীগের সভাপতি ইসমাইল হোসেন ভূইয়া, সাচার ডিগ্রি কলেজ শাখা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ছাত্র অভিভাবক গিয়াসউদ্দীন প্রধান প্রমূখ।
ছবি: কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply