কচুয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বাংলা নববর্ষেকে বরণ করা হয়। ১৪ এপ্রিল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ্ এর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসভাধীন বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রার অংশ নেয়, উপজেলা পরিষদেও প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন ও কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন,কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক আলমগীর তালুকদার, সহ উপজেলার বিভিন্ন বিভাগীয় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গল শোভাযাত্রার পর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তাছাড়া উপজেলা পরিষদ চত্বরে লোকজ মেলায় বিভিন্ন কুটির জাত শিল্পের ৬টি স্টল স্থান পায় ।
ছবি: ০১- বর্ষবরণ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা।
Leave a Reply