মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় কচুয়া থানায় পুলিশের নারী শিশু,বয়স্ক প্রতিবন্ধি হেল্প ডেস্ক এবং গৃহহীনদের গৃহ হস্থান্তর এর উদ্ধোধন করা হয়েছে। রবিবার (১০ এপ্রিল) ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধান মন্ত্রী শেখ হাসিনা চট্রগ্রাম ও পীরগঞ্জে উপকারভোগীদের সাথে ভার্চুয়াল পদ্ধতিতে কথা বলেন।
সারাদেশের ন্যায় কচুয়া থানা প্রাঙ্গনে প্রজেক্টারের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন । এসময় সার্ভিস ডেস্কের উপ পুলিশ পরিদর্শক মনি রাণী ভৌমিক, কচুয়া থানার এসআই মামুনুর রশীদ সরকার , কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার,সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন,সহ কচুয়া থানা পুলিশের সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুজিবশতবর্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে পুলিশ বিভাগের উদ্যোগে কচুয়া থানার ১ জন গৃহহীন মুক্তিযোদ্ধাকে জায়গা ক্রয় করে ঘর নির্মান করে ১টি পরিবারের মাথা গাঁজার ঠাঁই করে দেওয়া হয়েছে। এছাড়া কচুয়া থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর মাধ্যমে একজন মহিলা পুলিশ কর্মকর্তা সার্বক্ষনিক সেবা প্রদান করে যাচ্ছেন ।
ছবি: কচুয়ায় পুলিশ বিভাগের পক্ষ থেকে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে ঘরের দলিল হস্তান্তর করছেন ওসি মো: মহিউদ্দিনসহ অতিথিবৃন্দ।
Leave a Reply