কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।শনিবার বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ,চিত্রাঙ্গন প্রতিযোগতা ও বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে ।
কলেজের সহকারি অধ্যাপক সোলায়মান মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক। সহকারি অধ্যাপক শাহাদাত হোসেনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,সহকারী অধ্যাপক আফরোজুন নাহার,আশিকুর রহমান,জাকির উল্লাহ শাজুলি,কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক আলমগীর তালূকদার,কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ মজুমদার অনিক,সাধারন সম্পাদক এসএম নোমান,ছাত্রলীগ নেতা ইব্রাহীম ,মোশারফ হোসেন প্রমূখ। আলোচনা শেষে নৃত্য পরিবেশন করেন কলেজের ছাত্র শিপন। পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
ছবি: কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করছেন অতিথিবৃন্দ।
Leave a Reply