গুজব হুজুগ সন্ত্রাস নয়, উন্নয়ন হোক দেশময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়া উপজেলা হেযবুত তওহীদের উদ্যােগে গুজব হুজুগ ও ধর্মান্ধতার বিরুদ্ধে জাগরণ সৃষ্টিতে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মার্চ) বেলা ১১ টায় কচুয়া পৌর সদর বাজারের রেদোয়ান হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় চাঁদপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক তোফায়েল হোসেন মোহনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি হেযবুত তওহীদ সম্পর্কে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেছি এবং বিভিন্ন অপপ্রচার আমার চোখে পড়েছে। হয়ত আজ আমি এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আশায় আমাকে নিয়েও অপপ্রচার শুরু হতে পারে। তবে আমি এতোটুকু বুঝতে পেরেছি ধর্মকে নিয়ে দেশে যারা গুজব হুজুগ সাম্প্রদায়িকতা চালিয়েছে সরকার তাদেরকে নিষিদ্ধ করেছে এবং হেযবুত তওহীদ ভালো কাজ করায় সরকার তাদেরকে নিষিদ্ধ করেনি বিদায় তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিন হেযবুত তওহীদের ভবিষ্যত উজ্জ্বল কামনা করে বক্তব্য সমাপ্ত করেন।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- দৈনিক বজ্রশক্তি পত্রিকার সহকারী সাহিত্য সম্পাদক রাকিব আল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি আলমগীর তালুকদার, প্রিয়তোষ পোদ্দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুঃ জাব্বার বাহার। এছাড়াও উপস্থিত ছিলেন, কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মহিনউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক জিসান আহম্মেদ নান্নু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদলসহ প্রেসক্লাবের উল্লেখ জনক নেতৃবৃন্দ, স্থানীয় সুধিজন ও কচুয়া উপজেলা হেযবুত তওহীদের সভাপতি মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
Leave a Reply