মোহাম্মদ মহিউদ্দিন।।
কচুয়া উপজেলার ৭৯নং হারিচাইল-হাসিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন প্রভাষক নেহারুন আক্তার। তিনি ড. মনসুর উদ্দিন মহিলা কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক। ৭ মার্চ সোমবার বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য বৃন্দ ও এলাকার শিক্ষানুরাগীদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোহট উত্তর ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন। সভায় দীর্ঘ আলাপ-আলোচনারপর সর্বসম্মতভাবে প্রভাষক নেহারুন আক্তারকে সভাপতি পদে নির্বাচিত করা হয়।
বছর পূূর্বে এ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহমান অসুস্থ্যতার কারনে পদত্যাগ করলে সভাপতির পদ শূণ্য হয়। এরই প্রেক্ষিতে নতুন সভাপতি নির্বাচন করা হয়। এ সভায় ৬ সদস্য বিশিষ্ট একটি উন্নয়ন কমিটি গঠন করা হয়। উন্নয়ন কমিটির সদস্যরা হচ্ছেন- হুমায়ুন কবির মিয়া, ডা. শাহাদাত হোসেন, হানিফ মিয়া, গোলাম সরোয়ার, সোহরাব হোসেন ও হাজী দেলোয়ার।
নব-নির্বাচিত সভাপতি প্রভাষক নেহারুন আক্তার এক প্রতিক্রীয়ায় বলেন, হাসিমপুর-হারিচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবকাঠামোগত দিক থেকে অনেক পিছিয়ে আছে। আমি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যসহ এলাকার শিক্ষানুরাগীদের সহযোগীতায় অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষার মানউন্নয়নে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাবো। তিনি তাঁর কর্মপরিকল্পনার বাস্তবায়নে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকসহ সকল শ্রেণিপেশার লোকজনের নিকট সর্বাত্তক সহযোগীতা কামনা করেন।
Leave a Reply