‘টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৮ মার্চ মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহ এর সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,মাহবুব আলম,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,মুক্তিযোদ্ধা সংসদ কাউন্সিলর সাবেক ডেপুটি কমান্ডার জাবের মিয়া প্রমুখ। পরে নারী উদ্যোক্তাদের মাঝে পুস্তক তুলেন দেন অতিথিবৃন্দ।
Leave a Reply