চাঁদপুরের কচুয়ায় দাওয়াতে ইসলামী শিক্ষা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ইজতিমা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রয়ারি) রহিমানাগর উত্তর বাজার অবস্থিত ইউনিটি আইডিয়াল একাডেমি প্রাঙ্গনে শিক্ষক শিক্ষার্থী ইজতিমায় প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন- দাওয়াতে ইসলামী শিক্ষা বিভাগের প্রধান মুফতি মাওলানা জহিরুল ইসলাম। এসময় মুসল্লিদের উদ্দেশ্যে তিনি কোরআন, হাদিস, ইজমা ও কিয়াসের ভিত্তিতে রাসুল (সঃ) এর নির্দেশিত পথে এবং দাওয়াতে ইসলামীর কাজে স্বতস্ফূর্তভাবে চলার আহ্বান জানান।বাংলাদেশসহ বিশ্বের দুইশত দেশে সুন্নাত ও সুন্নীয়ার দাওয়াতী ইসলামের কাজ চলছে। আমরা সবাই গুনাহ থেকে বাচব অন্যকে গুনাহর কাজ থেকে দুরে থাকার আহবান জানাই।
তিনি আরো বলেন যে সকল পীর মাসায়েখগণ রাসুল (সঃ) এর সুন্নাত যথাযথভাবে অনুসরণ করেন তাদের হাতে বয়াত হওয়ার তাগিদ প্রদান করেন। এসময় ইউনিটি আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন, আহলে সুন্নাত ওয়াল জামাত কচুয়া শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজালাল প্রধান, দাওয়াতে ইসলাম চাঁদপুর জেলার সভাপতি গোলাম জিলানী, কচুয়া উপজেলা শাখার সভাপতি আহসান হাবীবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ছবি ঃ কচুয়ায় দাওয়াতে ইসলামীর শিক্ষক-শিক্ষার্থী ইজতিমায় বক্তব্য রাখছেন মুফতি মাও. জহিরুল ইসলাম।
Leave a Reply