কচুয়ায় এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩৯৩জন ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৬জন যার পাসের গড় হার ৯৬.০২%। এইচএসসিতে ২হাজার ৪শ ৮৬ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২ হাজার ৪শ ৬৮জন কৃতকার্য হয়। যার পাসের হার ৯৯.২৭%। তন্মধ্যে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ,আশেক আলী স্কুল এন্ড কলেজ ও চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৮৫জন জিপিএ-৫ পেয়ে নবম বারের মতো শতভাগ ফলাফল অর্জন করে উপজেলা পর্যায়ে শীর্ষে স্থানে রয়েছে ড. মনসুরউদ্দীন মহিলা কলেজ। অপর দিকে আলিম পরীক্ষায় ৪৪২জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৪৪১জন কৃতকার্য হয়। যার পাসের হার ৯৯.৭৭%। ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি মাত্র মাদ্রাসা ব্যতীত ১২টি প্রতিষ্ঠানই শতভাগ ফলাফল অর্জন করেছে।
এদিকে পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে ৪৩১জন পরীক্ষায় অংশগ্রহন করে ৪২৬জন উত্তীর্ণ হয় যার মধ্যে ১১২জন জিপিএ-৫ পেয়েছে।আশেক আলী খান স্কুল এন্ড কলেজে ৩০৯ জন পরীক্ষার্থীঅংশগ্রহন করে ৬৫জন জিপিএ-৫ সহ সবাই কৃতকার্য হয়েছে। ভালো ফলাফল করায় স্থানীয়রা অভিনন্দন জানিয়েছেন।
কচুয়া: কচুয়ার ড. মনসুরউদ্দিন মহিলা কলেজের উল্লসিত শিক্ষার্থীদের একাংশ।
Leave a Reply