চাঁদপুরের কচুয়া -হাজীগঞ্জ সড়কে বিআরটিসি সিএনজি মুখোমুখী সংঘর্ষে সিএনজির ৩ পরীক্ষার্থী যাত্রী ঘটনাস্থলে মারা যায়। চালকসহ ২জন আহত হয়েছে।২৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৭টার সময় ওই সড়কের করইয়া নামক স্থানে ঢাকাগামী বিআরটিসি বাস ঢাকা মেট্রো- ব ১৫-৫৫১২এর সাথে হাজীগঞ্জগামী সিএনজির মুখোমুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজির ৩ যাত্রী মাস্টার্স পরীক্ষার্থী কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সাদ্দাম হোসেন , কচুয়া পৌরসভার কোয়া গ্রামের মাহবুব আলম রিপাত, পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি গ্রামের মৃত রাজকুমারের মেয়ে উর্মি নিহত হয়।নিহত তিন জনই কচুয়া উপজেলার বাসিন্দা। গুরুতর আহত সিএনজি চালক কচুয়া উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মনির হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুরুতর আহত সিএনজি যাত্রী কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাপিলাবাড়ি গ্রামের ছিদ্দিকুর রহমানের ছেলে ইব্রাহীম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। স্থানীয়রা জানান বিআরটিসি বাস চাপায় দুর্ঘটনার ঘটনা ঘটেছে। দুর্ঘনার পর স্বজনদের আহাজারিতে সমগ্র এলাকা জুড়ে মোকের মাতম বিরাজ করে। এ দিকে দুঘটনার সময় বিক্ষুদ্ধ জনতা বিআরটিসি বাসের গ্লাস ভাংচুর করে। সংবাদ পেয়ে কচুয়া থানা পুলশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বাস ও সিএনজি আটক করা হয়। কচুয়া থানার ওসি বলেন দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে,বাস ও সিএনজি আটক করা হয়েছে।
ছবি: নিহতদের ছবি ও বিআরটিসি বাস ও সিএনজির একাংশ।
Leave a Reply