আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাচাই করার লক্ষ্যে উৎসবমূখর পরিবেশে কচুয়া উপজেলার ৬নং উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বর সোমবার দুপুরে তেতৈয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় ওই ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা।বর্ধিত সভাকে ঘিরে মিছিলে মিছিলে মূখরিত হয় তেতৈয়া এলাকা।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল আলম টগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আকতার হোসাইনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সহ-সভাপতি কামরুন্নাহার ভূইয়া, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, উপ-দপ্তর সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন নির্বাহী সদস্য আবুল খায়ের মাষ্টার ,আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান প্রধান,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধানপ্রমূখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমির হোসেন,আওয়ামী লীগ নেতা বজলুর রহমান মামুন,ওয়ার্ড সভাপতি আবদুল হালিম মেম্বার,সাধারন সম্পাদক আলী হোসেন,উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আবু ইউসুফ মজুমদার।
সভায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের জন্য প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ১৩ জনের নাম তালিকাভুক্ত করা হয়। তারা হচ্ছেন, সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক রাকিবুল হাসান, বর্তমান চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল আলম টগর, সাধারণ সম্পাদক এম আখতার হোসাইন, সহসভাপতি মাওলানা নাছির উদ্দিন আহমেদ ,সাবেক সাধারন সম্পাদক ছফি উল্লাহ,সদস্য ফারুক মোল্লা, জসিম উদ্দিনমোল্লা, ফজলুল হক সরকার, মজিবুর রহমান মেম্বার, ফারুক আহমেদ প্রধান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, ইউনিয়ন মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ।
ছবি ঃ উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রধান অতিথি চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব।
Leave a Reply