কচুয়ায় প্রথমদিনে শান্তিপূর্ন পরিবেশ ও স্বাস্থ্য বিধি মেনে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর রবিবার ১০টি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনে কুমিল্লা শিক্ষা বের্ডের অধীনে এসএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয়ে ১৭০৯ জনের মধ্যে ১৬৮৩ পরীক্ষার্থী অংশ গ্রহন করে। অনুপস্থিত ছিল ২৯ জন।
অপরদিকে মাদ্রসা শিক্ষা বের্ডের অধীনে কোরআন মজিদ ,তাজভিদ ও পদার্থ বিজ্ঞান বিষয়ে ১৪০৩ জনের মধ্যে ১৩৪৩পরীক্ষার্থী অংশ গ্রহন করে। অনুপস্থিত ছিল ৬০ জন। প্রথ দিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ,ভারপ্রাপ্ত কর্মকর্তা ,ভিজিলেন্সটীমের সদস্যগন দায়িত্ব পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামিম কচুয়া উপজেলার মাঝিগাছা ,পালখাল ও সাচার উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।
ছবি: কচুয়ার মাঝিগাছা কেন্দ্রে এসএসসি পরীক্ষারএকাংশ
Leave a Reply