চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় প্রান্তিক পর্যায়ে ৩৫টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে করোনার ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে। ৮ নভেম্বর কচুয়া উপজেলার ৮ টি ইউনিয়নে কমিউনিটি ক্লিনিকে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়। এদিন সকাল থেকে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ৫শত জনকে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়। বাকী ৪টি ইউনিয়নে একই প্রক্রিয়ায় বুধবার করোনার ভ্যাকসিন প্রদান করা হবে। কচুয়ায় এ পর্যন্ত ৭৭ হাজার জন করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তার মধ্যে প্রথম ডোজ গ্রহন করেছেন ৫২ হাজার ,দ্বিতীয় ডোজ ৪১ হাজার জন। ৮ নভেম্বর উপজেলার পাথৈর ইউনিয়নের বারৈয়ারা কমিউনিটি ক্লিনিকে করোনার ভ্যাকসিন প্রদান করা হয়। সকাল থেকে ওই এলাকার জনগন টিকা গ্রহন করতে ভীড় জমায়। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন লিটন,সাবেক সাধারন সম্পাদক আলী আক্কাছ মোল্লা, সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার জুয়েল মিয়াজীকে কমিউনিটি ক্লিনিকে টিকা নিতে আসা জনগনকে লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহন করতে সহযেগীতা করেন। এ সময় টিকা গ্রহনকারী বয়স্ক আ: হাকিম বলেন আমাদের গ্রামের মানুষকে টিকা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
ছবি: কচুয়া উপজেলার বারৈয়ারা কমিউনিটি ক্লিনিকে টিকা গ্রহনকারীদের একাংশ।
Leave a Reply