কচুয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের উপ-নির্বাচিনে আবদুল কাদের কাউন্সিলর নির্বাচিত হয়েছে। ২ নভেম্বর মঙ্গলবার উৎসবমূখর পরিবেশে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্ধন্দিতাপূর্ন র্নিবাচনে আবদুল কাদের ডালিম প্রতীকে ৫৭৪ ভোট,নিকটতম প্রার্থী মোহাম্মদ সোহেল আহমেদ উটপাখী প্রতীকে ৪৮৮ ভোট, মোহাম্মদ মোখলেছুর রহমান পাঞ্জাবী প্রতীকে ৩৮৯ ভোট পায়।মোট ভোটার ছিল ২১৭৪জন । নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলম । সকাল ৮টা থেকে ১ নং ওয়ার্ডের বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিপুল সংখ্যক নারী পুরুষ ভোটারের অংশগ্রহনের মধ্য দিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয় । নির্বাচনে আইন শৃংখলার দায়িত্বে পর্যাপ্ত পুলিশ সদস্য , আনসার মোতায়েন ছিল। সার্বক্ষনিক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: নাজমুল হাসান চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভ’মি) মাহমুদা কুলছুম মনি দায়িত্ব পালন করেন। নির্বাচনে রির্টানিং অফিসার ছিলেন চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন। কচুয়া উপজেলা নির্বাহী অফিসার অফিসার দীপায়ন দাস শুভ ও কচুয়া উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) সুলতানা খানম দুপুরে ভোট কেন্দ্র পরিদর্শন করেন। সিনিয়র সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী ,কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে সার্বক্ষনিক দায়িত্ব পালন করছেন। কোনপ্রকার অনভিপ্রেত ঘটনা ছাড়াই ভোট গ্রহন সম্পন্ন হয়। নব নির্বাচিত কাউন্সিলর আবদুল কাদের বলেন এ বিজয় আমার ওয়ার্ডের সর্বস্তরের জনগনের। আমি সবার নিকট কৃতজ্ঞ। এ দিকে নব নির্বাচিত কাউন্সিলর আবদুল কাদেরকে অনেকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ছবি: কচুয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর প্রার্থী আবদুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছন উল্লসিত জনতা।
Leave a Reply