শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও স্মৃতি ছড়িয়ে দেওয়ার লক্ষে চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটে বঙ্গবন্ধু ম্যুরাল ও বঙ্গবন্ধ কর্ণারের শুভ উদ্বোধন করা হয়েছে। ১ নভেম্বর সোমবার দুপুরে কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের আয়োজনে বঙ্গবন্ধু ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করেন ও উদ্বোধনোত্তর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক সোহাগউদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মেহেদী বিএসসি, সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদল, সাবেক ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক গাজী ফারুক, কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাসুদ মজুমদার অনিক, চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউট শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তুহিন সরকার, সহ-সভাপতি রমজান, সম্পাদক শাকিল হোসেন, যুগ্ম-সম্পাদক ফজলে রাব্বি প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুলতানা খানম, কচুয়া পৌর মেয়র নাজমুল আলম স্বপন, আইডিইবি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আঃ মোতালেব, কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী এডভোকেট হেলালউদ্দীন, কচুয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূইয়া, সাধারণ সম্পাদক ইকবাল আজীজ শাহীন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রাজীব আহমেদ রাজু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন প্রমূখ।
ছবিঃ চাঁদপুর পলিটেকনিক ইন্সটিটিউটে বঙ্গবন্ধু ম্যুরাল ও বঙ্গবন্ধু কর্ণারের শুভ উদ্বোধন করছেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
Leave a Reply