কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নে দ্বিতীয় পর্যায়ে ১৮হাজার জনকে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে।২৮ অক্টোর বৃহস্পতিবার সকাল থেকে কচুয়া উপজেলার ৮ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ১হাজার ৫শত জন করে করোনার ভ্যাকসিন প্রদান সম্পন্ন হয়েছে। বাকী ৪টি ইউনিয়নে শনিবার করোনার গনটিকা প্রদান করা হবে। ২৮ অক্টোবর বৃহস্পতিবার কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদ সংলগ্ন তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম সরাসরি তদারকি করেন ওই ইউনিয়নের চেয়রম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর । তিনি সকাল থেকে টিকাগ্রহনকারীদের লাইন ধরে দাঁড়িয়ে টিকা গ্রহন করতে সহযোগীতা প্রদান করেন।এ সময় তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী গ্রামীন পর্যায়ের সাধারন মানুষকে সুস্থ্য রাখার জন্য টিকাদান কার্যক্রম চালু করেছেন সে জন্য আমরা মানননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই ।
এ সময় গনটিকা কার্যক্রমে সহযোগীতা করেন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী জহিরুল আলম টগর,সহসভাপতি মাওলানা নাছির উদ্দিন, ইউপি সচিব মোহাম্মদ মফিজুর রহমান,৫ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী আবু ছালেহ জফর প্রমূখ।
ছবি: কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গনটিকা কার্যক্রমের একাংশ
Leave a Reply