সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন আসছে ইউপি নির্বাচনে তৃনমূল আওয়ামী লীগের সৎ ,যোগ্য ত্যাগীরাই মনোনয়ন পাবে। সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগ বর্ধিতসভার মাধ্যমে তাদের প্রার্থী নির্বাচন করবে। সে অনুয়ায়ী জেলা ও কেন্দ্রতে তালিকা যাবে। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আপনাদের তালিকানুযায়ী নৌকা প্রতীকের জন্য মনোনয়ন দিবে। ২৩ অক্টোবর শনিবার দুপুরে কচুয়ার নিজ বাসভবনের হলরুমে উপজেলার ১২টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে একথা বলেন। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: সেলিম ও আহাদ গাজীর পরিচালনায় এ সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.নাজমুল আহসান কলিম উল্লাহ,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খনম,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন,যুগ্ম সাধারন সম্পাদক মো: শাহজাহান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রার্থী এ্যাডভোকেট হেলাল উদ্দিন,পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভুইয়া ,সাধারন সম্পাদক ইকবাল আজিজ শাহীনসহ সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদকগন মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন। এ সময় ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীগনের মিছিলে মিছিলে মুখরিত হয় এমপি মহোদয়ের বাসভবনসহ তৎসংলগ্ন সমগ্র এলাকা । একই দিনে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি শুয়ারুলে সনাতান ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও নুরুল আজাদ কলেজের চতুর্থতলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
ছবি: কচুয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাথে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি’র মতবিনিময় সভার একাংশ।
Leave a Reply