সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে কচুয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২১ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক স্বরাস্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি। উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ’র সভাপতিত্বে বিভিন্ন মসজিদের খতিব,ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা ,জনপ্রতিনিধি, শিক্ষক ,সাংবাদিকদের অংশ গ্রহনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম,কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,সিনিয়র সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল মো: আবুল কালাম চৌধুরী,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল মবিন, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, মডেল মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া,উজানী মাদ্রাসার মুহতামিম মাওলনা মাহবুব এলাহী,কচুয়া মাদ্রাসার শিক্ষা সচিব ও বড় মসজিদের খতিব মুফতি মাওলানা মাহবুবুর রহমান,ইসলামী ফ্রন্ট কচুয়া শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ফনিভ’ষন মজুমদার তাপু,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব,উপজেলা ইসকনের সভাপতি নিমাই ভৌমিক, ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমূখ। বক্তাগন বলেন কোন ধর্মেই সহিংসতা নেই । ধর্মীয় কোন বিষয়ে উস্কানীমূলক বক্তব্য দিয়ে সাধারন জনমনে উত্তেজনা সৃষ্টি না করার বিষয়ে মতামত ব্যক্ত করেন।
ছবি: কচুয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে মতবিনিময় সভার একাংশ
Leave a Reply