কচুয়া উপজেলার সদর উত্তর ইউনিয়নের কোমরকাশা জামালিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসাা এবতেদায়ী শাখার ছাত্রদের শ্রেণি কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে । ২১ অক্টোবর বৃহস্পতিবার সকালে মাদ্রাসার সুপার আবু সালেহ্ সকাল নয়টার সময় মাদ্রাসায় এসে দেখতে পায় ওই শাখার ৩টি শ্রেণি কক্ষে নির্ধারিত তালার উপরে আরো একটি তালা কে বা কাহারা ঝুলিয়ে দিয়েছে। ফলে ছাত্রছত্রীরা ক্লাস না করেই বাড়ী ফিরে যায়। প্রতিষ্ঠানের সুপার মোঃ আবু সালেহ্ শ্রেণি কক্ষে তালা দেওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার, কচুয়া থানার অফিসার ইনচার্জ , মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতিকে অবহিত করেন বলে জানান। তিনি আরো জানান কোমরকাশা গ্রামের মৃত বছর উদ্দিনের ছেলে আম্বর আলি ১৯৮৪ সালে সাফকাবলা দলিল মূলে কোমরকাশা মৌজার ৭৩ নং খতিয়ানের ১০৪ দাগের অন্দরে ২০ শতক ভ’মি মাদ্রাসার নামে রেজিস্ট্রি করে দেয়। পরবর্তীতে কোমরকাশা গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে আবুল বাসার ওই জায়গা দখল নিতে গেলে মাদ্রাসা কতৃপক্ষ আদালতে মামলা করেন। যে মামলা এখনও চলমান রয়েছে। আবুল বাশার বলেন ওই সম্পত্তি আমার খরিদ করা। কোর্ট থেকে মামলার যে রায় দেওয়া হবে তা আমি মেনে নিব। মাদ্রাসায় তালা লাগিয়ে দেওয়ার বিষয়টির ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খান জানান লিখিতভাবে মাদ্রসার সুপার আবু ছালেহ আমাকে অবহিত করেছে । উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা অনুযায়ী মাদ্রাসা খুলে দেওয়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ছবি: কচুয়ার কোমরকাশা ইসলামিয়া মাদ্রাসায় তালা ঝুলিয়ে দেওয়ার একাংশ।
Leave a Reply