চাঁদপুরের কচুয়া-১ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন আসছে পরিষদ নির্বাচনে ত্যাগী ও পরিক্ষিতরা দলীয় আর্দশের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকা প্রতীক মনোনয়ন পাবে। দলীয় প্রতীক পাইয়ে দেওয়ার কথা বলে অনেকের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে । এসব কতিপয় শত্রু থেকে দলীয় লোকজনকে দুরে থাকতে হবে এবং তাদেরকে প্রতিহত করতে হবে । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে দলীয় দেওয়া হবে।
তিনি ১৭ অক্টোবর রবিবার দুপুরে কচুয়ার প্রবেশদ্ধার বারৈয়ারা ,সাচার বাজার ,শিমূলতলী ও পালখাল এলাকায় পথসভায় বক্তব্যে প্রদানকালে উপরোক্ত কথাগুলি বলেন।
এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রতœা,উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যডভোকেট হেলাল উদ্দিন,পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দলীয় মনোয়ন প্রত্যাশী আলাউদ্দিন লিটন,উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজল রেখা,বিতারা ইউনিয়নের সভাপতি কবীর মজুমদার ,উপজেলা যুবলীগের সহ-সভাপতি বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ রাজুসহ স্থানীয় আয়োমী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় সহ¯্রাধিক নেতাকর্মী সর্থক মোটর শোভাযাত্রার মাধ্যমে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপিকে ফুল দিয়ে বরণ করে নেয়।
ছবিঃ কচুয়ায় আওয়ামী লীগের পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ।
Leave a Reply