কচুয়া পৌরসভার ১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে একক প্রার্থী ঘোষনা করা হয়েছে।৩অক্টোবর রবিবার সন্ধ্যায় বালিয়াতলী গ্রামে সর্বসাধারনের উপস্থিতিতে সমাজ সেবক আবু তাহের প্রধানের সভাপ্রধানে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফারফিউমারী ক্যামিকেল মার্চেন্টটাইজ অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি বালিয়াতলী গ্রামের সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবদুল জলিল। এ সময় তিনি বলেন আমরা বালিয়াতলী গ্রামের মানুষ এলাকার উন্নয়নে এক ও অভিন্ন। ২ নভেম্বর নির্বাচনে আমরা এলাকার স্বার্থে সবাই একসাথে কাজ করতে চাই । সেজন্য সকলের সহযোগীতা প্রত্যাশা করছি। প্রয়াত কাউন্সিলর নজরুল ইসলামের ভাই মনির হোসেনের পরিচালনায় একক প্রার্থী প্রদানের বিষয়ে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সাবেক সভাপতি মো: ওয়ালী উল্লাহ,সাবেক কাউন্সিলর ইলিয়াছ মিয়াজী,আওয়ামী লীগ নেতা মো: মোখলেছুর রহমান, শাহআলম,সমাজ সেবক ডা: মকবুল হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ইসলাম মিঠু,মোস্তফা কামাল,মো: জাকির হোসেন,সমাজ সেবক আ: মালেক,ফারুক,মো: মানিক প্রমূখ।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মো: আলমগীর তালুকদার,সাংবাদিক নেতা প্রিয়তোষ পোদ্দার,রাকিবুল হাসান,মানিক ভৌমিক প্রমূখ।
মতবিনিময় সভায় সর্বসম্মতিতে বালিয়াতলী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো.ইকবাল হোসেনকে ২ নভেম্বর উপনির্বাচনে একক প্রার্থী ঘোষনা করা হয়।এ সময় আলহাজ্ব মো.ইকবাল হোসেন একপ্রতিক্রিয়া বলেন এলাকার উন্নয়নের কথা চিন্তা করে এই উপ-নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে নির্বাচন করতে আগ্রহী। আমি সকলের দোয়া ও সহযোগীতা প্রত্যাশা করছি। প্রসংগত: আগামী ২ নভেম্বর ১ নং ওয়ার্ডে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ভোটা সংখ্যা ২হাজার ১শত ৫৭জন।
ছবি: কচুয়া পৌরসভার ১ নং ওয়ার্ডে এক প্রার্থী ঘোষনা অনুষ্ঠানের একাংশ।
Leave a Reply