কচুয়া উপজেলা পরিষদের চেয়রম্যান ঢাবি’র সাবেক ছাত্রনেতা মো: শাহজাহান শিশিরের সময়িক বরখাস্তের আদেশ অবৈধ বলে ঘোষনা করেছেন সুপ্রিম কের্টের হাইকোর্ট বিভাগ। ২৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্টের দ্বৈতবেঞ্চ এর বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো: কামরুল হোসেন মোল্লা কচুয়া উপজেলা চেয়রম্যান মো: শাহজাহান শিশিরের বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সাময়িক বহিস্কার আদেশ বাতিল ও অবৈধ মর্মে ঘোষনা প্রদান করে। শাহজাহান শিশিরের আইনজীবী ব্যারিষ্টার এমকে রহমান জানান এ রায়ের ফলে শাহজাহান শিশির উপজেলা চেয়রম্যান হিসেবে কার্যক্রম পরিচালনা করতে আর কোন আইনগত বাধা রইলনা।
প্রসংগত: কচুয়া সরকারি শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মানে অনিয়মের ঘটনায় প্রকৌশলীকে মারধরের অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলা চেয়রম্যান মো: শাহজাহান শিশিরকে ২৩ জুলাই ২০২০ খ্রি: স্থানীয় সরকার মন্ত্রনালয় সাময়িক বহিস্কার করে।সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহীম খলিল মজুমদার জানান শাহাজাহান শিশিরের বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি থানায় আইসিটি আইনে দায়েরকৃত মামলায়ও ২২ সেপ্টেম্বর তিনি বৃহস্পতিবার জামিন লাভ করেন। উচ্চ আদালত থেকে জামিন লাভ করে ওই বছর ২৫ শে আগস্ট চাঁদপুরের বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন। ওই সময় উপজেলা চেয়রম্যান শাহজাহান শিশির ৩মাস ১২দিন করাবরণ করেন।গত বছর ডিসেম্বর মাসে মেহেদী হাসান মেরিন বাদী হয়ে ঢাকার ধানমন্ডি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় শাহজাহান শিশির উচ্চ আদালতের মাধ্যমে ৬ সপ্তাহের জামিন নিয়েছিলেন। জামিন শেষে ১ সেপ্টেম্বর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে ঢাকা কেন্দ্রিয় কারাগারে প্রেরনের নির্দেশ প্রদান করেন।
Leave a Reply