নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃংখলা বিষয়ক উন্মুক্ত পর্যালোচনার লক্ষে কচুয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে কচুয়া থানা প্রাঙ্গনে সীমিত পরিসরে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।কচুয়া থানার সেকেন্ড অফিসার সাব ইন্সপেক্টর মো. তাজুল ইসলামের সভাপ্রধানে ওপেন হাইজ ডে’তে বক্তব্য রাখেন, সাব ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক, এসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মফিজুল ইসলাম মো. রাসেল, সাংবাদিক মেহেদী হাসান প্রমূখ।
এ সময় থানা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, গ্রাম পুলিশ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবিঃ কচুয়া থানায় ওপেন হাউজ ডে’তে সভাপতির বক্তব্য রাখছেন সাব-ইন্সপেক্টর মো. তাজুল ইসলাম।
Leave a Reply