কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের নির্বাচনী হালচাল । কচুয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে হাটবাজার ,গ্রাম মহল্লা সর্বত্রই চলছে প্রচার প্রচারণা।প্রার্থীগন ইতিমধ্যে বিভিন্ন জাতীয় দিবসে নিজেদের প্রার্থীতা জানান দিয়ে রঙ্গিন ব্যানার, ফোস্টার , সাঁটিয়ে দিয়েছে। করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রনে থাকলে ২০২১ সালের ডিসেম্বর মাসের মধ্যে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। এই ইউনিয়নে ১৬টি গ্রামে লোক সংখ্যা প্রায় ৩৫ হাজার । ভোটার ২১ হাজার ১০ জন। ১টি মহিলা কলেজ,৪টি উচ্চ বিদ্যালয় ,৩টি মাদ্রসা ও ৮টি এতিমখানা রয়েছে এই ইউনিয়নে ।
এ ইউনিয়নের পালগিরি গ্রামে প্রায় ৫শত বছর পূর্বের পালািগরি ঐতিহাসিক মসজিদ । স্থানীয়রা জানান ওই গ্রামের প্রয়াত ক্যাপ্টেন আ: রব খন্দকারের দাদা আ: আলী মদ্দিন খন্দকার,প্রয়াত হাজী রহিম উদ্দিন পাটওয়ারীসহ ১শত বছর পূর্বে পালগিরি বিদ্যালয়ের সামনে ঝোপের মধ্যে উচু টিলার উপর একটি বটগাছ দেখতে পেয়ে তা পরিস্কার করতে গেলে নীচে মসজিদের মিম্বরটির পরিলক্ষিত হয়। মাটি সরানোর পর সেখানে একটি মসজিদ দেখতে পায় । কালক্রমে মসজিদের মূল অংশ ঠিক রেখে এর সংস্কার করা হয়। বর্তমানে প্রয়াত ডা: আজিজুর রহমান পাটওয়ারীর ওয়ারিশ হুমায়ুন কবির,বিল্লাল বিএসসি ও কাউসার ১২শতক জমি ওয়াকফ করে দিয়ে মসজিদটির সম্প্রসারন করে একসাথে অনেক মুসল্লির নামাজ আদায় করার ব্যবস্থা করতে মসজিদটির বর্ধিত করনের কাজ করছেন। পালগিরি গ্রামে রয়েছে শাহসুফি হযরত মাওলানা খলিলুর রহমান(র) মাজার।পালগিরি গ্রামে দুলাল রাজা ও থানা বিবির দিঘি রয়েছে।
”গুনগত শিক্ষাই আলোকিত সমাজ গড়ার সোপান ”এই স্লোগানে পশ্চাদপদ নারী সমাজের মাঝের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিবার লক্ষে ২০০৯ সালে কচুয়ার কৃতিসন্তান এনবিআরের সাবেক সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো: গোলাম হোসেন নারী শিক্ষাকে এগিয়ে নিতে প্রখ্যাত লালন গীতিকার ,কথা সাহিত্যিক জাতীয় ব্যাক্তিত্ব ড.মনসুর উদ্দিনের নামে ড.মনসুর উদ্দীন মহিলা কলেজটি প্রতিষ্ঠা করেন। ।আলোকবর্তিকার ন্যায় গ্রামীন পরিবেশে শিক্ষার আলো ছড়িয়ে ড.মনসুর উদ্দীন মহিলা কলেজ কুমিল্লা শিক্ষা বের্ডের অন্যতম সেরা কলেজ হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
আসছে ইউপি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় প্রায় ৮জন সম্বাব্য চেয়রম্যান প্রার্থী প্রতিদ্বন্দিতা করবে বলে নাম শোনা যায়। প্রার্থীগন হল: বর্তমান চেয়রম্যান কচুয়া উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মো: কবির হোসেন,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন,সাবেক সাধারন সম্পাদক মো: শাহজাহান , ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রয়াত চেয়ারম্যান হাজী আবদুল হাই মুন্সির সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী মো: সাইফুর রহমান মুন্সি ,ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি কলমিয়া গ্রামের মো: মনির হোসেন ,আওয়ামী লীগ নেতা ডা: শাহদাত হোসেন প্রমূখ।
অপরদিকে মেম্বার প্রার্থীগনও নির্বাচনের জন্য প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে।
ক্যাপশন: গোহট উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের ফাইল ছবি
Leave a Reply