কচুয়া উপজেলা পরিষদের দু’বারের বিপুল ভোটে নির্বাচিত চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) মোঃ শাহজাহান শিশিরের কারা মুক্তির দাবীতে দ্বিতীয় দিনের মত কচুয়ার রহিমানগরে মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩ সেপ্টেম্বর বিকেলে উপজেলার রহিমানগর বাজারে শান্তিপূর্ণ ভাবে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের আয়োজনে মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার বাসস্টান্ডে সমাবেশে মিলিত হয়। গোহট দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ ও ছাত্রলীগে নেতা এসএম ফয়সালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, কচুয়া পৌর উপজেলা যুবলীগের সহসভাপতি ও কাউন্সিলর কামাল হোসেন অন্তর, গোহট উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ফয়সাল শিকদার ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান জামশেদ, সদস্য মীর নাছির উদ্দিন ডায়মন্ড, আবুল বাসার নবু,যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন,ছাত্রলীগ নেতা এসএম জাহিদুল ইসলাম বাবু,মো: হোসাইন প্রমূখ।
এ সময় আওয়মী লীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক কর্মী সমর্থক মানব বন্ধন ও সমাবেশে অংশগ্রহন করে।
সমাবেশে বক্তাগন বলেন শাহজাহান শিশির ষড়যন্ত্রমূলক মামলায় ৩মাস ১২ দিন কারাবরনের পর আবারও ১ সেপ্টেম্বর ঢাকা ধানমন্ডি থানায় দায়েরকৃত আইসিটি মামলায় তিনি জজকের্র্টে হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে ঢাকা কেন্দ্রিয় কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কচুয়ার গনমানুষের নেতা ড.মহীউদ্দীন খান আলমগীর এমপিসহ আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে অভিলম্বে শাহজাহান শিশিরের মুক্তি দাবী জানাই । প্রসংগত: ঢাকার ধানমন্ডি থানায় শাহজাহান শিশিরের বিরুদ্ধে গত ডিসেম্বর মাসে মেহেদী হাসান মেরিন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে । ওই মামলায় শাহজাহান শিশির উচ্চ আদালতের মাধ্যমে ৬ সাপ্তাহের আগাম জামিনে ছিলেন। ০১ সেপ্টেম্বর বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতে শাহজাহান শিশির হাজিরা দিতে গেলে বিজ্ঞ আদালত শাহজাহান শিশিরের জামিন না মঞ্জুর করে ঢাকা কেন্দ্রিয় কারাগারে প্রেরণের নির্দশ প্রদান করেন।
ছবিঃ কচুয়ার রহিমানগর বাজারে শাহজাহান শিশিরের মুক্তির দাবীতে মানব বন্ধন ও সমাবেশের একাংশ
রিপোর্টার: ফরহাদ চৌধুরী ও আবু হানিফ
Leave a Reply