ইউরোপ ভিত্তিক কচুয়ার জাতীয়তাবাদী আদর্শের সৈনিকদের সংগঠন “ইউরোপিয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরাম” প্রতিষ্ঠাকাল থেকে গত দুই বছর আহবায়ক কমিটির মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল, ১ সেপ্টেম্বর’বুধবার বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে আহবায়ক কমিটি বিলুপ্ত করে সংগঠনটি ২০২১-২২ ও ২০২২-২৩ সেশনের জন্য পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি ঘোষণা করলো। ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি, সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদক সহ সম্পাদকীয় পদে রয়েছেন ৫৪ জন এবং সদস্য পদে রয়েছেন ১৭জন, সর্ব মোট সদস্য ৭১ জন। নিম্নে তাদের পরিচিতি তুলে ধরা হলোঃ সভাপতি- নুর মুহাম্মদ কচি (যুক্তরাজ্য), সিনিয়র সহ সভাপতি- কামাল হোসেন মজুমদার (ফ্রান্স), সহ সভাপতি- সাইফুল ইসলাম সাইক (যুক্তরাষ্ট্র), কামাল পাঠান (যুক্তরাজ্য), শাহী ইমরান সিকদার (কুয়েত), শাহীন মজুমদার (ফ্রান্স), শাফাত উল্লাহ (ইতালি), বোরহান উদ্দিন মজুমদার (দুবাই), শাহ আলম গাজী (সৌদি আরব), সাধারণ সম্পাদক- ইসমাইল হোসেন কাউছার মিয়া (সুইজারল্যান্ড), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মোয়াজ্জেম হোসেন মিয়াজী (জার্মানি), যুগ্ম সাধারণ সম্পাদক- কাহার মজুমদার (ইতালি), আমজাদ হোসেন (ফ্রান্স), সহ সাধারণ সম্পাদক- কামরুজ্জামান জামাল (স্পেন), ফারুক মুন্সি (গ্রীস), বিল্লাল হোসেন মায়াজী (সিঙ্গাপুর), বি এম আলী আজগর (মালয়েশিয়া), সাংগঠনিক সম্পাদক- কামরুল হাসান ভূঁইয়া (ফ্রান্স), সহ সাংগঠনিক সম্পাদক- ইউনুছ সুমন (ইতালি), শামছুদ দোহা (সৌদি আরব), জিল্লুর রহমান অপু (সিঙ্গাপুর), দপ্তর সম্পাদক- প্রকৌশলী সাইফুর রহমান চৌধুরী (জার্মানি), সহ দপ্তর সম্পাদক- মোস্তফা কামাল (যুক্তরাজ্য), ফয়সল আহমেদ প্রধান (মালয়েশিয়া), প্রচার সম্পাদক- দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন (ফ্রান্স), সহ প্রচার সম্পাদক- মাহবুব আলম পাটওয়ারী (দক্ষিণ কোরিয়া), মোহাম্মদ ফারুক (ওমান), জহির হাজী (মালয়েশিয়া), কোষাধ্যক্ষ- মোহাম্মদ নীরব (অস্ট্রিয়া), সহ কোষাধ্যক্ষ- শাওন সরকার (পোল্যান্ড), সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- জিয়াউল খলিল (স্পেন), সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- আব্দুল্লাহ আল আজিম (পাপুয়া নিউ গিনি), সমাজ সেবা সম্পাদক- খালেদ মজুমদার (ফ্রান্স), সহ সমাজ সেবা সম্পাদক- স্বপন বকাউল (ওমান), সাংস্কৃতিক সম্পাদক- জসিম উদ্দিন শিপলু (ইতালি), সহ সাংস্কৃতিক সম্পাদক- সুমন পাটওয়ারী (যুক্তরাজ্য), ক্রীড়া সম্পাদক- ইয়াছিন ভূঁইয়া (ফ্রান্স), সহ ক্রীড়াা সম্পাদক- কামরুজ্জামান মজুমদার (সৌদি আরব), তথ্য ও গবেষণা সম্পাদক- মোঃ শফিকুল ইসলাম (জাপান), সহ তথ্য ও গবেষণা সম্পাদক- রাকিব মিয়াজী (মালয়েশিয়া), বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- কাওসার রাসেল (জাপান), সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মেহেদী হাসান রবিন (কাতার), আইন বিষয়ক সম্পাদক- আব্দুল্লাহ পাটওয়ারী (আয়ারল্যান্ড), সহ আইন বিষয়ক সম্পাদক- ফজলে রাব্বি (ওমান), ধর্ম বিষয়ক সম্পাদক- খাজা আহমেদ (ইতালি), সহ ধর্ম বিষয়ক সম্পাদক- খোরশেদ আলম (মালয়েশিয়া), যোগাযোগ বিষয়ক সম্পাদক- সোহেল রানা (সৌদি আরব), সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক- মমিন আহমেদ জিসান (দুবাই), ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক- জাকির মোল্লা (জার্মানি), সহ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক- মঈন উদ্দিন (কাতার), ছাত্র কল্যাণ ও বৃত্তি বিষয়ক সম্পাদক- আওলাদ হোসেন খন্দকার (মালদ্বীপ), সহ ছাত্র কল্যাণ ও বৃত্তি বিষয়ক সম্পাদক- এনামুল হক সুজন (মাল্টা), মানবাধিকার বিষয়ক সম্পাদক- জাবেদ হোসেন (ইতালি), সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক- নাঈম হোসেন (মালয়েশিয়া), সদস্য- তৌফিকুল ইসলাম (ইতালি), ওমর ফারুক মিলন (ইতালি), মিজানুর রহমান (যুক্তরাষ্ট্র), রেজাউল করিম রেজু (ইতালি), বিল্লাল হোসেন (সৌদি আরব), আসাদ বাবু (যুক্তরাজ্য), হাসান আলী (যুক্তরাষ্ট্র),আব্দুল মান্নান (যুক্তরাজ্য), বিল্লাল হোসেন (দুবাই), মোশারফ হোসেন (ইতালি), মোশারফ হোসেন তালুকদার (ওমান), আলমগীর হোসেন (ইতালি), মিজানুর রহমান (মালয়েশিয়া), জাকির ভূঁইয়া (ফ্রান্স), জাকির হোসেন (ইতালি), মাসুদ রানা (সিঙ্গাপুর), জহিরুল ইসলাম (সিঙ্গাপুর)
“আদর্শিক বন্ধনে গড়ি ভ্রাতৃত্বের জোড়া,
স্বদেশে ও প্রবাসে কচুয়া বাসীর পাশে মোরা”
এই স্লোগানকে সামনে রেখে গঠিত হওয়া “ইউরোপিয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরাম” প্রায় দুই বছর ধরে কচুয়ার দ্বিধা-বিভক্ত নির্যাতিত, অসহায় বিএনপি নেতাকর্মীদের পাশে থেকেছে অভভাবক হয়ে। সহায়ক সংগঠন হিসেবে সাধ্যমত সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কচুয়ার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের আস্থা এবং সীমাহীন ভালোবাসার কেন্দ্রে পরিণত হওয়া এই ফোরাম দলের প্রতি আনুগত্য এবং ভালোবাসার দায়বদ্ধতায় সাংগঠনিক কর্ম-পরিধি বৃদ্ধি তথা কার্যক্রমকে আরো গতিশীল করার প্রয়োজনে উপদেষ্টামন্ডলীর সুপারিশ ক্রমে গঠিত আহ্বায়ক কমিটি সকলের মতামতের ভিত্তিতে ইউরোপ সহ প্রবাসে বসবাসরত তৃণমূল থেকে উঠে আসা সাবেক, বর্তমান সিনিয়র জুনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে ইউরোপিয়ান কচুয়া জাতীয়তাবাদী ফোরাম এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটির সভাপতি নুর মুহাম্মদ কচি বলেন,
আমরা বিশ্বাস করি সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বিশৃংখল, দ্বিধা-বিভক্ত কচুয়া উপজেলা বিএনপি শীঘ্রই ঐক্যবদ্ধ, সুশৃংখল, পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহের মূল কেন্দ্র হিসেবে সাংগঠনিক শক্তিতে পুনর্জাগরণ ঘটাবে ইনশাআল্লাহ।
আপনাদের ঐক্যবদ্ধ শক্তির সাথে, আমরা হব নিবিড় সারথি।
বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কচুয়ার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
Leave a Reply