কার্প জাতীয় মাছের উৎপান বৃদ্ধি ও মাছের সরবরাহ নিশ্চিত করতে চাঁদপুরের কচুয়ায় প্রাতিষ্ঠানিক ও উম্মুক্ত জলাশয়ে ২শত ৯০কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২৩ আগস্ট সোমবার উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে পোনা মাছ অবমুক্ত করণের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো: গোলাম মেহেদী হাসান।
এ সময় পোনা মাছ অবমুক্তকরণ কার্যক্রমে অংশগ্রহন করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস শুভ,উপজেলা সিনিয়র মৎস্য কর্ম কর্তা মামাসুদুল হাছান,সহকারি মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম , উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: নুরুল ইসলাম ,ওসি মো: মহিউদ্দিন ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আশেকুর রহমান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার প্রমূখ।
একই দিনে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ দুগ্ধবতী পশু খামারীদের ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে উপজেলা নির্বাহী দীপায়ন দাস শুভ,র সভাপ্রধনে প্রধান অতিথি হিসেবে ৫০জন খামারীদের জনপ্রতি ৫০ কেজি করে গো-খাদ্য বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানমসহ অতিথিবৃন্দ।
Leave a Reply