কচুয়া পৌরসভার পলাশপুরে শিশু অপহনের সময় মামুন নামে একজনকে আটক করেছে স্থানীয় জনগন। পৌরসভার শাহ নেয়ামতশাহ উচ্চ বিদ্যালয় সড়কে পালাখাল মডেল ইউনিয়নের এনায়েতপুর গ্রামের প্রবাসী মহিনের স্ত্রী তার সন্তানদের নিয়ে বালিয়াতলী গ্রামের খালেকের বাসা ভাড়া নিয়ে বসবাস করে। ১৯ আগস্ট বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটার সময় কোমরকাশা গ্রামের রুস্তম আলীর ছেলে মামুন প্রবাসীর দুই শিশু সন্তান মাহিমা(৫) ও মারোয়া(৩)কে তাদের পলাশপুরের ভাড়া বাসা থেকে অপহরন করে । শাহনেয়ামতশাহ উচ্চ বিদ্যালয় সড়কের পাশ দিয়ে রিক্সায় করে আকানিয়া নিয়ে গেলে শিশু দুটির কান্নায় রিক্সাওয়ালা দুই শিশু ও অপহরনকারীকে ফায়ার সার্ভিসের নিকট নিয়ে আসলে স্থানীয়রা অপহারনকারীকে আটক করে। এ সময় স্থানীয় জনগন অপরনকারী সন্দেহে মামুনকে মারধর করে। ওৎসুক জনতা অপহরণকারীকে দেখতে ভীড় জমায়। সংবাদ পেয়ে কচুয়া থানা পুলিশ অপহরকারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।স্থানীয় এক ব্যাক্তি জানান অপহরণকারী মামুন মানষিক ভারসাম্যহীন। এদিকে অপহরণকারী মামুন নিজেও জানান সে ভিক্ষা করে। শিশু দুটিকে নিয়ে যাবার কথাও সে স্বীকার করে। এদিকে কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন জানান সংবাদ পেয়ে আমি পুলিশ সদস্যদের পাঠিয়েছি এবং মামুনকে হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠিয়েছি।
ক্যাপশন: অপহরনকারী সন্দেহে আটক মামুন পাশে শিশু মাহিমা ও মারোয়া।
Leave a Reply