চাঁদপুরে যথাযথ মর্যদায় এবং শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে।
১৫ আগস্ট রোববার সকালে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানায় চাঁদপুরবাসী। স্মরণ করে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকদের ঘাতকদের হাতে নির্মমভাবে শাহাদাতবরণকারীদের।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমেই শ্রদ্ধা জানান চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে জেলা প্রশাসন এবং জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ পিপিএম এর নেতৃত্বে চাঁদপুর জেলা পুলিশ।
এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে দলীয় নেতৃবৃন্দ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি, সাধারণ সম্পাদক রহিম বাদশার নেতৃত্বে সাংবাদিবৃন্দ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ানের নেতৃত্বে উপজেলা পরিষদ, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চল, পুলিশ ব্যুারো অব ইনেেভস্টিগেশন (পিবিআই),সিভিল সার্জন চাঁদপুর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের নির্বাহী প্রকৌশলী মাে. ইউনুছ বিশ্বাসের নেতৃত্বে এলজিইডি, জেলা আনসার ভিডিপি, প্রকৌশলী মােঃ মিজানুর রহমানের নেতৃত্বে বিদ্যুৎ উন্নয়ন বাের্ড চাঁদপুর, প্যানেল মেয়র মােহাম্মদ আলী মাঝীর নেতৃত্বে চাঁদপুর পৌরসভা, বিআরটিএ, পানি উন্নয়ন বাের্ড, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর, জেলা শিক্ষা বিভাগ, জেলা সড়ক বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুর, অ্যাডঃ আহসান হাবিব ও অ্যাডঃ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে জেলা আইনজীবী সমিতি, পিপি অ্যাডঃ রণজিৎ রায় চৌধুরীর নেতৃত্বে জেলার সরকারি কৌঁসুলিগণ, সাহিত্য একাডেমীর মহাপরিচালক রােটাঃ কাজী শাহাদাতের নেতৃত্বে সাহিত্য একাডমী, জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে।
বৈরী আবহাওয়ার কারণে রাজনৈতিক সংগঠন গুলাে বিলম্বিত করে শ্রদ্ধা নিবেদন করে। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুলের নেতৃত্বে জেলা যুবলীগ,অ্যাডঃ হুমায়ুন কবির সুমনের নেতৃত্বে সদর উপজেলা যুবলীগ, কাউন্সিলর মালেক শেখের নেতৃত্বে পৌর যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডঃ হেলাল হােসাইন ও সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েয়ের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক লীগ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজি ও সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারীর নেতৃত্বে সদর থানা আওয়ামী লীগ, রাধা গােবিন্দ গােপের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, অধ্যাপিকা মাসুদা নুর খানের নেতৃত্বে জেলা মহিলা আওয়ামীলীগ, কাউন্সিলর ফরিদা ইলিয়াছের নেতৃত্বে যুব মহিলা লীগ, ছাওার সিদ্দিকীর নেতৃত্বে জেলা কৃষকলীগ, জহির উদ্দিন মিজির নেতৃত্বে জেলা ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply