কচুয়ায় চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মানবিক সহায়তা কার্যক্রম খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে কচুয়া থানা প্রাঙ্গনে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন অসহায় হতদরিদ্র দুশত পরিবারের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ বিপিএম বার। এ সময় তিনি বলেন আইন শৃংখলার দায়িত্বের পাশাপাশি মানুষের দু: সময়ে বাংলাদেশ পুলিশ সাধারন মানুষের পাশে আছে এই অনুভ’তির জন্যে আমাদের খাদ্য সহায়তার প্রচেষ্টা। আমি আরো মনে করি সচেতনতাই মানুষকে সুরক্ষা করতে পারে।
খাদ্য সামগ্রী বিতরনের পূর্বে কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিনের সভাপ্রধানে ্অলোচনা সভায় বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম,পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন । এ সময় উপস্থিত ছিলেন , চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ)সুদীপ্ত রায়,সিনিয়র সহকারি পুলিশ সুপার কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী,কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,সহ-সভাপতি জাকির হোসেন বাটা,সময় টিভির চাঁদপুর প্রতিনিধি মো: ফারুক প্রমূখ। আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যন্য অতিথিবৃন্দ জনপ্রতি ১০ কেজি চাল,১ কেজি ডাল,১কেজি লবন ও ১ লিটার তৈল করে দুশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ।
ছবি: কচুয়ায় চাঁদপুর জেলা পুলিশের মানবিক সহায়তা খাদ্য সামগ্রী বিতরণের একাংশ
Leave a Reply