চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্রাজুয়েট আলোকিত মানুষ আশেক আলী খানের ৪৭তম মৃত্যুবার্ষিকী কচুয়ায় পালিত হয়েছে।সোমবার কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে মরহুমের প্রতিষ্ঠিত আশেক আলী খান স্কুল এন্ড কলেজের উদ্যোগে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে মরহুমের কবর জিয়ারত,পবিত্র কুরআন খতম ও দোয়া মুনাজাতের আয়োজন হয়। সোমবার সকালে প্রয়াত আশেক আলী খানসহ পরিবারের অন্য সদস্যদের কবর জিয়ারত শেষে আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মসজিদে বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় প্রয়াত আশেক আলী খানের আত্মার শান্তি কামনার পশাপশি করোনার হাত থেকে সবাইকে রক্ষা পেতে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করা হয়। দোয়া মুনাজাত কবর জিয়ারতে অংশ গ্রহন করেন কচুয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম,কলেজের অধ্যক্ষ মো: মিজানুর রহমান,প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র কচুয়া বার্তার সম্পাদক মো: আলমগীর তালুকদার,সহকারি অধ্যাপক মো: মামুনুর রশীদ,আহমেদ উল্লাহ,ফারুক হোসাইন, সিনিয়র শিক্ষক জাকির হোসেন বি.এসসি,আনিছুর রহমান সেলিম ধর্মীয় শিক্ষক মাওলানা মজিবুর রহমান ,মজুমদার বাড়ি মসজিদের খতিব মাওলানা গোলাম কিবরিয়া,সমাজ সেবক বিল্লাল হোসেন খান প্রমূখ। দোয়া মুনাজাত পরিচালনা করেন আশেক আলী খান স্কুল এন্ড কলেজ মসজিদের খতিব মাওলানা ইব্রাহীম খলিল।
প্রসংগত: চাঁদপুর জেলার প্রথম মুসলিম গ্র্যাজুয়েটট ও সেকালের ইংরেজি জানা বাঙালি সাহেব আশেক আলী খান ১লা জুলাই ১৮৯১ সালে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার গুলবাহার গ্রামে জন্মগ্রহণ করেন। এই মহামানব ১৯৭৪ সালে ২রা আগস্ট মৃত্যুবরণ করেন।আশেক আলী খান সাহেবের (২রা আগস্ট ২০২১)৪৭ তম মৃত্যুবার্ষিকীতে উনার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
ছবি১ : কচুয়ার গুলবাহারে প্রয়াত আশেক ্অলী খানের কবর জিয়ারতের একাংশ
Leave a Reply