”শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ ”এই শ্লোগানে করোনা কালীন সময়ে অসহায় কর্মহীন মানুষের কথা চিন্তা করে চাঁদপুরের কচুয়ায় খোলা বাজারে সূলভ মূল্যে চাল আটা বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। কচুয়া পৌর এলাকায় ডিলার মো: রেনু মিয়া,মো: সিরাজুল ইসলাম,ছাদেক উল্লাহ মুন্সি ও জাহিদুল ইসলামের মাধ্যমে দৈনিক মোট ৬টন চাউল ও ৪টন আটা বিক্রয় কার্যক্রম ২৫ জুলাই রবিবার থেকে চালু করা হয়েছে। দৈনিক প্রতি ডিলার ১.৫০টন চাউল ও ১টন করে আটা খাদ্য গুদাম থেকে উত্তোলন করে বিক্রয় করে যাচ্ছে। ২৯জুলাই বৃহস্পতিবার পৌর এলাকায় ডিলারগনকে চাউল প্রতিকেজি ৩০ টাকা, আটা প্রতিকেজি ১৮টাকা দরে জনপ্রতি সেেব্বার্চ ৫কেজি করে চাউল ,৫কেজি আটা বিক্রয় করতে দেখা গেছে। পলাশপুর এলাকার ডিলার ছাদেক উল্লাহ মুন্সি জানান শুক্রবার ব্যতিত সব দিন খোলা বাজারে এ বিক্রয় কার্যক্রম চলবে। সুলভ মূল্যে চাল আটা কিনতে আসা সাধারন জনগন জানান সরকার এই মুহুর্ত্বে খোলা বাজারে চাল আটা সরবরাহ করায় আমরা খুশী।এ সময় উপস্থিত ছিলেন তদারকী কর্মকর্তা আবুল বাসার, শিবুলাল সাহা, ,টিটু মোহন ও লিটন দত্ত ।
ক্যাপশন: কচুয়ায় খোলা বাজারে চাল ও আটা বিক্রয়ের একাংশ
Leave a Reply