কচুয়ায় নতুন ২০জনসহ জুলাই মাসে করোনা শনাক্তের সংখ্যা ১২৭জন।
২৬জুলাই সোমবার র্যাপিড এন্টিজেন্ট পরীক্ষায় ৩৩ জনের মধ্যে ২০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। এই ২০ জনের মধ্যে রয়েছে কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারি প্রকৌশলী মো: জসিম উদ্দিন,স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা: রেফায়েতুর রহমান, স্টাফ মো: ওয়ালী উল্লাহ,উপজেলা কোয়ার্টারের বাসিন্দা মর্জিনা বেগম ও মো: জোবায়ের,কড়ইয়া গ্রামের মো: আজাদ,জোয়ারী খোলা গ্রমের জান্নাতুল ফেরদাউস,মো: মহিউদ্দিন,পাথৈর গ্রামের মোসলেম মিয়া,ঘগড়া গ্রামের রিপন আক্তার,ডুমুরিয়া গ্রামের সেলিনা আক্তার,মনপুরা গ্রামের শারমিন সুলতানা,রফিকুল ইসলাম,পালাখাল গ্রামের জসিম উদ্দিন,কালচো গ্রামের ছিদ্দিকুর রহমান,বুরগী গ্রামের আবু সামাদ,সাতবাড়িয়া গ্রামের সাহেদা,লুন্তি গ্রামের স্বাস্থ্য সহকারি জহিরুল ইসলাম সুমন,তার বোন কুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক।ষক আসমাউল হোসনা,পালগিরি সপ্রাবির শিক্ষক মর্জিনা বেগম।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্যানুযায়ী কচুয়ায় জানুয়ারী মাসে করোনায় আক্রান্ত ২,ফেব্রুয়ারি মাসে ৮,মার্চে৭,এপ্রিলে ৪৩,মে১০,জুনে ১১ এবং জুলাই মাসে ১২৭জনসহ সাত মাসে কচুয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ২০৮জন।
Leave a Reply