করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে ২৩ জুলাই শুক্রবার ঈদুল আজহার তৃতয়ি দিন সকাল থেকে উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবাধানে সেনাবাহিনী ,পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে টহল দিয়েছে। রাস্তাঘাটে গনপরিবহন না থাকলেও সীমিত আকারে রিক্সা ,সিএনজি ও অটোবাইক চলাচল করতে দেখা গেছে। তবে বেশীরভাগ রাস্তা ছিল ফাঁকা। পন্যবাহী গাড়ি ,এম্বুলেন্স,সংবাদপত্র ও কোভিড-১৯ এর সাথে সম্পৃক্ত গাড়ি চলাচল করেছে। গার্মেন্টস ,কল কারখানা ,ষুধের দোকান,হোটেল রোস্তারা শর্তসাপেক্ষে সীমিত আকারে খোলা রাখা হয়েছে। শপিংমল,মার্কেট বন্ধ ঘোষনা করা হয়েছে। উম্মুক্ত স্থানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।২৩ জুলাই শুক্রবার সকালে সহকারি কমিশনার(ভ’মি) মাহমুদা কুলসুম মনি,কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া পৌরবাজার,পালাখাল,সাচার ,মাঝিগাছা বাজর পরিদর্শন করে জনগনকে জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে না আসার আহবান জানান।সরকারি আদেশ অমান্য করে দোকান পাট খুলে ব্যবসা পরিচালনা করার দায়ে এ সময় বিভিন্ন স্থানে ১০ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ হাজার ১শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারি কমিশনার(ভ’মি) মাহমুদা কুলসুম মনি।তাছাড়া কচুয়া থানার পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে চেকপোস্ট বসিয়ে যানচলাচল সীমিত রাখা হয়েছে । প্রসংগত: করোনা ভাইরাস জনিত রোগ( কোভিড-১৯ )এর বিস্তার রোধকল্পে বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগের সর্বশেষ জারীকৃত নির্দেশনা মোতাবেক ২৩ জুলাই শুক্রবার সকাল ৬টা হতে ৫ আগস্ট দিবাগত রাত ১২ঘটিকা পর্যন্ত জনসাধারনের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
ছবি ১: কচুয়ায় উপজেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে সেনাবাহিনী ও পুলিশ টহলের একাংশ।
Leave a Reply