1. ashraful.shanto@gmail.com : Ashraful Talukder : Ashraful Talukder
  2. newstalukder@gmail.com : Alamgir Talukder : Alamgir Talukder
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০১:৫২ অপরাহ্ন

গরুর হাটে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে কচুয়া উপজেলা প্রশাসনের অভিযান

  • আপডেট : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৬৩১ বার পড়া হয়েছে
ছবিঃ কচুয়ায় গরুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযানের একাংশ।

করোনায় কোরবানির ঈদকে সামনে রেখে কচুয়ায় গরুর হাট গুলোতে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহন করেছে। ১৭ জুলাই (শনিবার) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি ,কচুয়া পৌরসভার মেয়র নাজমুল আলম স্বপন ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দীন যৌথ অভিযান পরিচালনা করেছেন। এ সময় উপজেলার কচুয়া পৌর গরুর হাট, বিতারা ইউনিয়নের বাইছারা গরুর হাট এবং সাচার ইউনিয়নের সাচার গরুর হাটে উপজেলা প্রসাশন যৌথ অভিযান পরিচালনা করেন। এসময় উপজেরা প্রশাসনের পক্ষ থেকে ইজারাদারদের স্বাস্থ্য বিধি মেনে কোরবানির পশু বিক্রির জন্য কঠোর নির্দেশ প্রদান করা হয়। হাটের প্রবেশ পথে সাবান ও হাত ধোয়ার ব্যবস্থা রাখার পাশাপাশি ক্রেতা ও বিক্রেতা উভয়কে মাস্ক পরিধান নিশ্চিত এবং সামাজিক দূরত্ব বজায় রেখে গরু, ছাগল এবং অনান্য পশু ক্রয়- বিক্রয়ের নির্দেশ প্রদান করা হয়েছে। মাস্ক ব্যতীত কাউকে পাওয়া গেলে ইজারাদারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদারতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করে দেওযা হয়।
কচুয়া পৌর গরুর হাটে অভিযান পরিচালনার সময় কচুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমিতির সভাপতি জাকির হোসেন বাটাসহ উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ছবিঃ কচুয়ায় গরুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে অভিযানের একাংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় মাল্টিকেয়ার