স্বাস্থ্য বিধি মেনে স্বল্প আয়োজনে ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম রথযাত্র শুরু। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে ১২ জুলাই সোমবার সকালে সীমিত আয়োজনের মধ্য দিয়ে কচুয়া উপজেলার সাচারে সনাতন ধর্মাবলম্বীদের ভারতীয় উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম ১৫৪তম রথযাত্রার শুরু হয়েছে। সীমিত সংখ্যক ভক্তবৃন্দের পূজা অর্চনার মাম্যমে সাচার জগন্নাথ ধাম মন্দির প্রাঙ্গনে রথযাত্রা শুরু হয়। জগন্নাথ ,বলরাম ও শুভদ্রার বিগ্রহে ভক্তবৃন্দ পূজা অর্চনা করেছে। রথ উযাপন কমিটি ও সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের নেতৃবৃন্দের আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন রথ উদযাপন কমিটির আহবায়ক হারাধান চক্রবর্তী,সদস্য সচিব শুকদেব গোস্বামী, সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটুকৃঞ্চ বসু,সহ-সভাপতি বাসুদেব সাহা,নিখিল চন্দ্র দাস,সাধারন সম্পদক তাপস পোদ্দার,যুগ্ম সাধারন সম্পাদক প্রদীপ কুমার ,উপদেষ্টা মধূ সুধন পোদ্দার,সাচার উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গনেশ চন্দ্র ধর প্রমূখ। রথযাত্রা অনুষ্ঠানে পুলিশ বাহিনীর সদস্য ও গীতা সংঘের সদস্যবৃন্দ সার্বিক আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করেন। প্রসংগত: করোনা ভাইরাসের প্রাদুর্ভাওে কারনে এ বছর কোন মেলা ও জনসাগম ছাড়াই শুধুমাত্র আনুষ্ঠানিকতা ছাড়াই রথ অনুষ্ঠান শেষ হয়।
ছবি: কচুয়ার সাচাওে রথযাত্রা অনুষ্ঠানে জগন্নাথ ,শুভদ্রা ও বলরামের বিগ্রহে পূজা অর্চনা করছেন ভক্তবৃন্দ।
Leave a Reply