কচুয়ায় সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও স্বাস্থ্যবিধি নামায় ৫১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৫জুলাই সোমবার কঠোর বিধি নিষেধের পঞ্চম দিনে কচুয়া উপজেলা নির্বার্হী অফিসার দীপায়ন দাস শুভ জনগনকে সচেতন করে বিনা প্রয়োজনে ঘর থেকে বাহিরে না আসার আহবান জানান। এ সময় কচুয়া পৌরবাজার,পালাখাল, ও মাঝিগাছা এলাকার কতিপয় ব্যবসায়ী সরকারি আদেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও স্বাস্থ্যবিধি নামায় ১৮ ব্যবসায়ীকে ৪১হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান ্দালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহি অফিসার দীপাযন দাস শুভ। তাছাড়া
একই দিন বিকেলে সহকারি কমিশনা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একিমিত্র চাকমা কচুয়া পৌর বাজারে ৭ ব্যবসয়ীকে ১৩হাজার ৩শত টাকা জরিমানা জরা হয়েছে।এ সময় কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিময়ে ভ্রাম্যমান আদালতে সহযোগীতা প্রদান করেন। ছবি: কচুয়ায় ভ্রাম্যমান আদালতের একাংশ
Leave a Reply